সাপ্তাহিক দরপতনের শীর্ষে এনার্জিপ্যাক

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৭

গেল সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহের এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৭০ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৪.৪০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৭.৩০ টাকা বা ২৪.১৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড দরপতনের তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহটিতে কোম্পানিটি মোট লেনদেন করেছে ১০৯ কোটি ৫৭ লাখ ২২ হাজার টাকার। যা প্রতিদিন গড়ে দুই কোটি ২১ কোটি ৯১ লাখ ৪৪ হাজার টাকার।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২৩.৩৬ শতাংশ। এর মাধ্যমে রবি আজিয়াটা লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষ দশে অবস্থান করছে। সপ্তাহটিতে কোম্পানিটি মোট লেনদেন করেছে ২৭১ কোটি ৪৫ লাখ ১৬ হাজার টাকার। যা প্রতিদিন গড়ে ৫৪ কোটি ২৯ লাখ তিন হাজার টাকার।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সাইনপুকুর সিরামিকস লিমিটেড। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩.৬২ শতাংশ। এর মাধ্যমে সাইনপুকুর সিরামিকস লিমিটেড ডিএসইর সাপ্তাহিক দরপতনের তালিকার শীর্ষ দশে অবস্থান করছে। সপ্তাহটিতে কোম্পানিটি মোট লেনদেন করেছে ১৭ কোটি ১৬ লাখ ৭৩ হাজার টাকার। যা প্রতিদিন গড়ে তিন কোটি ৪৩ লাখ ৩৪ হাজার টাকার।

ডিএসইতে সাপ্তাহিক দরপতনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সামিট পাওয়ার লিমিটেডের ১২.৪৫ শতাংশ, এশিয়ান ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১২.৪৩ শতাংশ, অ্যাসোসিয়েট অক্সিজেন লিমিটেড ১২.০৭ শতাংশ, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১১.৫৭ শতাংশ, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ১০.৭৪ শতাংশ, শ্যামপুর সুগার মিলস লিমিটেড ১০.৬৮ শতাংশ এবং সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড শেয়ার দর ১০.৩৭ শতাংশ কমেছে।

(ঢাকাটাইমস/০৫ফেব্রুয়ারি/এসআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :