ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৭ | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১৭

দেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে রাজধানীর একটি স্পেশারাইজড হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুকে পেইজে একটি স্ট্যাটাসে তার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার একটি স্ট্যাটাসে লেখা হয়- 'আপনাদের সবার প্রিয় শায়খ আহমাদুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গতকাল তিনি অসুস্থতার তীব্রতা অনুভব করেন। রাতে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা গুরুতর হলে রাত ৩টায় তাঁকে ঢাকার পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান। হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই তাঁর শরীর থেকে কভিড টেস্টের নমুনা সংগ্রহ করা হয়। টেস্টে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। আমাদের প্রাণপ্রিয় শায়খের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে দ্রুত আরোগ্য দান করেন।’

শুক্রবার ওই পেইজ থেকে জানানো হয়, ‘শায়খ আহমাদুল্লাহর শারীরিক অবস্থা কিছুটা অপরিবর্তিত। সেজন্য আজ সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আপনাদের নিকট শায়খের জন্য দোয়ার আরজি পেশ করছি।’

কওমি মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করা শায়খ আহমাদুল্লাহ সৌদি আরবে দীর্ঘদিন দাঈ হিসেবে কাজ করেছেন। দেশে ফিরে তিনি ‘আস-সুন্নাহ ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এর মাধ্যমে তিনি শিক্ষা, সেবা ও দাওয়াহমূলক বিভিন্ন কাজ করেন। ইসলাম নিয়ে ভারসাম্যপূর্ণ আলোচনার পাশাপাশি লেখালেখিও করেন শায়খ আহমাদুল্লাহ। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে তার লেখা প্রকাশিত হয়েছে। আরবি ভাষাতেও প্রকাশিত হয়েছে তার অসংখ্য প্রবন্ধ।

(ঢাকাটাইমস/০৬ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ইসলাম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :