ভোলায় পাঁচ বছরে ৩৬৭ বাল্যবিয়ে বন্ধ

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:২১

ভোলার বিভিন্ন উপজেলায় ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত প্রশাসনের সহায়তায় ৩৬৭টি বাল্যবিয়ে বন্ধ করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট। এছাড়াও বাল্যবিয়ে রোধ ও সচেতনতায় এপিসি প্রকল্পের মাধ্যমে ১২০কি কিশোরী ক্লাব গঠন করা হয়েছে।

শনিবার দুপুরে ভোলা শহরের চরনোয়াবাদ এলাকায় কোস্ট ট্রাস্ট প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকদের নিয়ে শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইনবিষয়ক পরিচিতি সভায় এ তথ্য জানানো হয়।

ইউনিসেফ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় কোস্ট ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা তথ্য অফিসার নুরুল আমিন।

প্রতিবেদন তুলে ধরেন কোস্ট এপিসি প্রকল্পের সমন্বয়কারী মিজানুর রহমান।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন- কোস্ট ট্রাস্ট মিডিয়া অফিসার আদিল হোসেন তপু।

সভায় বাল্য বিয়ে রোধে কোস্ট ট্রাস্টে বিভিন্ন কার্যক্রম তুলে বলেন, গত ৫ বছর ধরে কোস্ট ট্রাস্ট বাল্যবিয়ে রোধে ভোলা সদর, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলায় তৃনমূল পর্যায়ে উঠান-বৈঠক ও সভা সমাবেশ করে আসছে কোস্ট ট্রাস্ট। এসকল কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেছে।

এ পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ৩৬৭টি বাল্যবিয়ে বন্ধ করতে সক্ষম হয়েছে।

এ সময় বাল্যবিয়ের আইন তুলে ধরে তা অমান্যকারীদের কি ধরনের শাস্তি ও জরিমানার বিধান রয়েছে জানানো হয়।

প্রতিবেদনে আরো জানায়, করোনার সময়ে সবচেয়ে বেশি বাল্যবিয়ে হয়েছে। লোকজনের আড়ালে কাউকে না জানিয়ে এসব বাল্যবিয়ে সম্পন্ন করা হয়েছে।

এসময় আলোচনায় অংশ নেন- ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাব রায় অপু, সহ-সভাপতি জুন্নু রায়হান, সাংবাদিক মোকাম্মেল হক মিলন, হাসিব রহমান, নেয়ামতউল্ল্যাহ, মেজবাহ উদ্দিন শিপু, কামরুল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :