ঝিনাইদহে চার ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৩

ঝিনাইদহ শহরের তিনটি মিষ্টির দোকান ও শৈলকুপা উপজেলার একটি কসমেটিক কারখানায় শনিবার অভিযান চালিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময় বিপুল পরিমাণে ভেজাল খাদ্য সামগ্রী এবং বিপুল পরিমাণ নকল ও অননুমোদিত কসমেটিক্স সামগ্রী ধ্বংস করা হয়।

র‌্যাব-৬, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল উদ্দিন এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি সোহেল পারভেজ-এর নেতৃত্বে সদর দপ্তরের নির্বাহী হাকিম নাদির শাহ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল এবং ওষুধ প্রশাসনের রেহান হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ২টি মিষ্টির কারাখানা ও ১টি বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন কারখানায় অস্থাস্থ্যকর পরিবেশ এবং ১টি কসমেটিক্স গোডাউনে নকল কসমেটিক্স মজুদ করার অপরাধে চারজন অভিযুক্তকে তিন লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :