সূচকের পতনে চলছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩০ | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৯

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের বড় পতনে চলছে লেনদেন। উভয় স্টক এক্সচেঞ্জে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ২শ কোটি টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসই এক্স ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৬২২ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ছয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫৪ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১৫৪ পয়েন্টে।

রবিবার বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইতে লেনদেন ছাড়ায় ২১৭ কোটি ২৫ লাখ টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩০৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৮৮টি কোম্পানির। দর কমেছে ১২৭টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৯৩টি কোম্পানির দর।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মিশ্রতায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। রবিবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ৯৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭টি কোম্পানির। দর কমছে ৪০টি কোম্পানির। দর অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির।আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১০ কোটি ৫৫ লাখ ৬৭ হাজার টাকা।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :