মুন্সিগঞ্জে করোনার টিকা নিলেন সাংসদ এমিলি

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৪

সারাদেশের মত মুন্সিগঞ্জে জেলায় করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকাল ১১টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ ছয় উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয় ।

এর মধ্যে করোনার টিকা নিয়েছেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার লৌহজং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিজে টিকা নিয়ে টিকাদান উপজেলায় কর্মসূচির উদ্ধোধন করেন তিনি।

এদিকে, জেলা সদরে প্রথম টিকা নেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি আক্তারুজ্জামন বাপ্পি। এছাড়াও এদিন সদর উপজেলায় ১০০ জনসহ বাকি পাঁচ উপজেলায় ১০০ জন করে মোট ৬০০ জনকে এ টিকা দেওয়া হবে।

জেলা সদরে টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন- মুন্সিগঞ্জ-৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম, সিভিল সার্জন আবুল কালাম আজাদ প্রমুখ।

জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। জেলা সদর ছাড়া বাকি পাঁচ উপজেলায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে টিকা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। টিকাদান কার্যক্রমের ১৫০ জনে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে। তারা ছয়জন করে ২৫টি টিমে ভাগ হয়ে কাজ করবে।

সিভিল সার্জন আরও জানান, জেলায় সর্বমোট ৪৮ হাজার ডোজ টিকাদান করা হবে। এর মধ্যে সদর- ১২ হাজার ৭৩০ ডোজ, গজারিয়ায় পাঁচ হাজার ২৪৬ ডোজ, টঙ্গীবাড়ীতে ছয় হাজার ৫৪৭ ডোজ, লৌহজংয়ে পাঁচ হাজার ২৮৭, সিরাজদিখানে নয় হাজার ৫৬৬ ও শ্রীনগরে আট হাজার ৬২৯ ডোজ টিকা দেওয়া হবে।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :