জামালপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৫

জামালপুরের সরিষাবাড়িতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী হারুনকে যাবজ্জীবন কারাদণ্ড ও তিনজনকে খালাস দিয়েছে আদালত। রবিবার দুপুরে জেলা ও দায়রা জজ জুলফিকার আলী খান এই রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হারুন পলাতক রয়েছেন। এছাড়াও অপরাধ প্রমাণিত না হওয়ায় আসামির দুই বোন ও বাবাকে বেকসুর খালাস দেয় আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, ২০১২ সালের ১১ জুলাই সকালে নিজ বাড়িতে হারুনের সাথে তার স্ত্রী মাহমুদা বেগমের হাওলাতি টাকা পরিশোধ নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বামী হারুন ও তার দুই বোন রিজু বেগম, রাজিয়া বেগম এবং বাবা ওয়াদুদ মণ্ডল মাহমুদা বেগমকে মারধর করে। স্বামী গলা চেপে ধরে ও অন্য আসামিরা বাঁশ ও লোহার রড দিয়ে পিটিয়ে মাহামুদাকে হত্যা করে এবং লাশ গুম করার চেষ্টা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :