আয় বেড়েছে লাভেলো আইসক্রিমের

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২২

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারের তালিকাভুক্তির অনুমোদন পাওয়া কোম্পানি তাওফিকা ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের লাভেলো আইসক্রিম লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর-২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আগের অর্থবছরের তুলনায় আয় বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, দুই প্রান্তিক বা অর্ধবাষিকী  (জুলাই-ডিসেম্বর-২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫০ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ৫৮ পয়সা। আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসেবে ইপিএস হয়েছে ৩২ পয়সা।

ছয় মাসে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে দুই কোটি ৭৪ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল তিন কোটি ২০ লাখ টাকা।

চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর-২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছর একই সময়ে আয় হয়েছিল ০.০৪ পয়সা। আলোচ্য সময়ে আইপিও পরবর্তী শেয়ার হিসাবে ইপিএস হয়েছে ০৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির কর পরিশোধের পর মুনাফা হয়েছে ৬৯ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ২২ লাখ টাকা।

৩১ ডিসেম্বর ২০২০ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩  টাকা ২৪ পয়সা। আর আইপিও পরবর্তী শেয়ার হিসেবে কোম্পানির এনএভি হয়েছে ১২ টাকা ১০ পয়সা।

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/এসআই/জেবি)