মুন্সীগঞ্জে চাঁদার জন্য প্রকাশ্যে গুলির অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩০

মুন্সীগঞ্জের চরমুক্তাপুরে নাছির মোল্লা নামের একজন বিএডিসির সারের ঠিকাদারের কাছে একাধিকবার চাঁদার দাবি করেও না পাওয়ায় প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় জেলা ছাত্রলীগ নেতা রুবেলের নেতৃত্বে এ ঘটনা ঘটে। রুবেল আহমেদ মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

প্রত্যক্ষদর্শী ও ঠিকাদার নাছির মোল্লা জানান, বেশ কিছুদিন যাবত জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ ও তার বাবা আওয়ামী লীগ নেতা রহিম বাদশা তাদের কাছে পাঁচ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

একই দাবিতে মঙ্গলবার দুপুরে রুবেল তার সঙ্গীয় রফিক, মাইনউদ্দিন, সানি, ইমু, অপু, শাহীনসহ বেশ কয়েকজন সন্ত্রাসী আবারো চরমুক্তারপুর এই সার সংরক্ষণের জায়গায় আসেন। এ সময় নাছির মোল্লাকে না পেয়ে চাঁদার দাবিতে অকথ্য ভাষায় গালিগালাজ, দুইটি ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ করেন তারা।

খবর পেয়ে নাছির মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হলে তাকে দ্রুত চাঁদা না দিলে ব্যবসায়ীক কার্যক্রম বন্ধ করে দেয়া হবে বলে হুমকি এবং মারধর করা হয়।

পরে মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করে রুবেল ও তার সঙ্গীরা। রুবেল গ্রুপ চলে গেলে বিএডিসির শ্রমিকরা বিক্ষোভ করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা রুবেল আহমেদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :