পুঁজিবাজারে বেড়েছে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১০

গত দিনের তুলনায় উভয় পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের সামান্য উত্থান হয়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮৬ কোটি এক লাখ ৮২ হাজার টাকা। যা গত দিনের তুলোনায় ১০৩ কোটি টাকা বেশি।

বুধবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৩ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৪৮টি ও অপরিবর্তিত রয়েছে ১১১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সর্বশেষ গত মঙ্গলবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৬৮৩ কোটি ৩০ লাখ ২৯ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৫ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৮৪৪ টাকা, যা আগের দিনের তুলনায় ২৭ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৩৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৪টি কোম্পানির। দর কমেছে ১০০টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৬০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫০৯ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক পাঁচ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১০১ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৯৭৯ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৬৪২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৬০২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ছয় পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২০ পয়েন্টে। সিএসআই তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৯৯ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :