শার্শায় ফেনসিডিল-গাঁজাসহ ভারতীয় নাগরিক আটক

প্রকাশ | ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৫ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২০

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। বুধবার ভোর ১০টার দিকে শিকারপুর গ্রামের বেতনা নদীর পাড় থেকে তাকে ফেনসিডিলসহ আটক করা হয়।

আটক সফিকুল মন্ডল(৩০) ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার গঙ্গালিয়া গ্রামের নুর জালাল মন্ডলের ছেলে। আটক মাদক দ্রব্যের মূল্য প্রায় ৪৮ হাজার টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, গোপন খবরের ভিত্তিতে শিকারপুর সীমান্তের মেইন পিলার (২৮/৩ এস) বাংলাদেশের বেতনা নদীর পাড় থেকে ভারতীয় নাগরিক সফিকুল মন্ডলকে ৪৭ বোতল ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/কেএম)