দুই সপ্তাহ পর ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১১

দুই সপ্তাহ পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকা অতিক্রম করেছে। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।

গত দিনের তুলনায় উভয় পুঁজিবাজারে বেড়েছে লেনদেনের পরিমাণ। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৫৫ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা। যা গত দিনের তুলোনায় ২৬৯ কোটি টাকা বেশি।

সর্বশেষ গত বুধবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭৮৬ কোটি এক লাখ ৮২ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৬ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ২৩৪টি ও অপরিবর্তিত রয়েছে ৮৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বৃহস্পতিবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৮১ কোটি তিন লাখ ৯০ হাজার ৬৯০ টাকা, যা আগের দিনের তুলনায় ২১ কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩৫টি কোম্পানির। দর কমেছে ১৫৪টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৪৮৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক নয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আট পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১০ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯১২ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৪০ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৬০১ পয়েন্টে। সিএসই-৩০ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৪২৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২২১ পয়েন্টে। সিএসআই এক পয়েন্ট কমে অবস্থান করছে ৯৮৯ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এসআই/কেআর)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :