ঘুরতে গিয়ে পদ্মায় ডুবে প্রাণ হারাল দুই স্কুলছাত্র

মুন্সিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৮ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৮:২৭

মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ঘুরতে গিয়ে গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের দুই ঘণ্টার মধ্যে তাদের মরদেহ উদ্ধার করে মাওয়া কোস্টগার্ড। তারা হলেন আজাদ হোসেন বাপ্পি (১৬) এবং রাসেল (১৫)।

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তারা নিখোঁজ হন। এর দুই ঘণ্টার মধ্যে লাশ দুটি উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা।

মারা যাওয়া বাপ্পি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। সে শুভাঢ্যা এলাকার মো. সিরাজুলের ছেলে। রাসেল একই এলাকার মৃত. মো. মিনহাজের ছেলে।

মাওয়া কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মনিরুজ্জামান মনির জানান, কেরানীগঞ্জ থেকে ২৬ জন দুপুরে পদ্মা নদীর লৌহজংয়ে ঘুরতে আসে। বেলা আড়াইটার দিকে তারা কান্দিচরে পৌছলে রাসেল, বাপ্পিসহ বেশ কয়েকজন নদীতে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে দুই স্কুলছাত্র পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে কোস্টগার্ড উদ্ধার অভিযানে নামলে প্রথমে বাপ্পি ও পরে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :