আট বছর পর হচ্ছে তাড়াশ আ.লীগের সম্মেলন

শায়লা পারভীন, তাড়াশ (সিরাজগঞ্জ)
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৩৮ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৫

আট বছর পর সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। সম্মেলনকে সামনে রেখে উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন কমিটিগুলো ইতোমধ্যে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। এখন সবার চোখ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের দিকে। কে হচ্ছেন সভাপতি কিংবা সম্পাদক ?

সম্মেলনকে ঘিরে সাজসাজ রব বিরাজ করছে উপজেলাজুড়ে। সকাল থেকে রাত পযর্ন্ত দলীয় ভোটারদের কাছে ছুটে চলছেন প্রার্থীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ও সাবেক এমপি ম.ম আমজাদ হোসেন মিলন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সালাম (বিএসসি) বলেন, দীর্ঘদিন পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে তৃণমুল দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ চলছে। অনেক দিনপর দলের মধ্য চাঙ্গা ভাব বিরাজ করছে।

তাড়াশ উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাব আলী কিরণ বলেন, গত ৩১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, তাড়াশ উপজেলায় সর্বশেষ ২০১২ সালের ২৫ জানুয়ারি আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আব্দুল হক সভাপতি ও সঞ্জিত কর্মকার সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

এরপর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত ও নির্দেশনায় আগামী ১৪ ফেব্রুয়ারি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেনীতে অনাবাদি জমিতে শতকোটি টাকার তরমুজ চাষ

মাগুরায় চোরাই মোটরসাইকেলসহ তিন চোর আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু 

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

এই বিভাগের সব খবর

শিরোনাম :