উপজেলা-ইউপি চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

মৌলভীবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৩ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২১, ২১:০৫

মৌলভীবাজারের রাজনগরে উপাজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০৩ রাউন্ড রাবার বুলেট ও চার রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

বৃহস্পতিবার দুপুর ১টার পর থেকে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসহ রাজনগর উপজেলা পরিষদ এলাকায় জড়ো হন।

স্থানীয়রা বলছে, রাজনগর উপাজেলা চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা সাহাজান খান ও ৮ নং মনসুর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজনগর উপাজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখতের মধ্যে সরকারের উন্নয়ন বরাদ্দ নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসহ রাজনগর উপজেলা পরিষদ এলাকায় জড়ো হন।

এসময় একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে তারা ইট-পাটকেল নিক্ষেপসহ দেশীয় অস্ত্র,আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারেক আহমদ নামে একজন গুলিবৃদ্ধসহ ২০ জন আহত হয়।আহতদের উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :