খাবারের খোঁজে এসে ধরা পড়ল মেছোবাঘ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৩০ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৪

নেত্রকোনা প্রতিনিধি, ঢাকাটাইমস

খাবারের সন্ধানে একটি মাছের খামারে গিয়ে ধরা পড়েছে মেছোবাঘরে বাচ্চা। শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনার পূর্বধলার কালডোয়ার গ্রামের একটি মাছের খামার থেকে এক শ্রমিক বাঘটি আটক করেন।  

স্থানীয়রা জানান, উপজেলা সদরের এটিএম ফয়জুর সিরাজ জুয়েলের কালডোয়ার গ্রামের ওই ফিসারিতে শুক্রবার সন্ধ্যায় মেছোবাঘটি মাছ খেতে নামে। তখন হৃদয় নামে এক শ্রমিক এটিকে শিয়াল ভেবে লাঠি দিয়ে আঘাত করলে বাঘটি পড়ে যায়। পরে কৌশলে মেছোবাঘটি আটক করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই মেছোবাঘটি উদ্ধার করা হয়েছে ও এটি সুস্থ আছে কি না তা দেখার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। 

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/কেআর)