মানিকগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৪:০৮

মানিকগঞ্জে ইউনিয়ন দিনব্যাপী ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক’ মৌলিক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ মডেল স্কুলে উপজেলা প্রশাসন ও মানিকগঞ্জ সদর দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে এ প্রশিক্ষণ হচ্ছে।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ২৫ জন করে মোট ২৫০ জন সদস্য এই প্রশিক্ষণে অংশ নেন।

এসময় অন্যান্যের মধ্যে ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) নিতাই দে সরকার, কোর্স সমন্বয়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, গাজীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইসমাইল হোসেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম, ব্রাক্ষণবাড়ীয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহবুব আলম, নারায়ণগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রেজাউল করিম।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :