দৌলতপুর সীমান্তে কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৬

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের বিভিন্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এছাড়া শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার গাছেরদিয়াড় টলটললি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে ফেনসিলসহ এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাব।

বিজিবি কুষ্টিয়া ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, গত এক সপ্তাহে দৌলতপুর সীমান্তের বিভিন্ন বিওপি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এক হাজার ৪৮৪ বোতল ভারতীয় মদ, এক হাজার ১৫৫ বোতল ফেনসিডিল, নয় হাজার ৬৫৩টি ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি গাঁজা এবং ৬২০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে। যার  আনুমানিক মূল্য প্রায় এক কোটি ২৮ লাখ টাকা।

এদিকে উপজেলার গাছেরদিয়াড় টলটললি পাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে অভিযান চালিয়ে র‌্যাব ১২, সিপিসি ১ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা গাছেরদিয়াড় নতুনপাড়া এলাকার শাজাহান মোল্লার ছেলে মছের মোল্লাকে ৮৬ বোতল ফেনসিডিলসহ আটক করেছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/পিএল)