মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি বিরামপুর ওসির

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৫

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

সীমান্তে মাদককারবারি ও মাদকসেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন দিনাজপুরের বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান মনির। সেইসাথে মাদকবিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয়দাতাদেরও ছাড় না দেয়ার কঠোর ঘোষণা দেন তিনি।

‘আপনাদের পুলিশ আপনাদের পাশে, তথ্যদিন সেবা নিন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জনগণের দোঁড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে শনিবার দুপুরে উপজেলার মুকুন্দপুর ইউনিয়ন পরিষদ চত্বরে থানা পুলিশ আয়োজিত বিট পুলিশিং সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। 

এসময় ওসি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্সে নিয়ে আমরা কাজ করছি। এ ব্যাপারে কোনও ছাড় দেয়া হচ্ছে না, আর হবেও না। যেকোনো প্রয়োজনে বা যেকোনো তথ্যের জন্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা চাই।

সভায় আরো বক্তব্য দেন- বিরামপুর সার্কেলের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার বেলায়েত হোসেন, পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান, মুকুন্দপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, প্রভাষক মো. রুহুল আমীন, মুকুন্দপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশিং অফিসার এসআই শাহজাহান সিরাজ, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই হরিদাস বর্মণ ও ইউপি সদস্য মো. আব্দুল হালিম প্রমুখ।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)