যুবদল নেতার কবর জেয়ারত করলেন কেন্দ্রীয় সহ-সম্পাদক

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৫৩

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও বিএনপি মনোনীত বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সেলিম শাহীর কবর জেয়ারত করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক শার্শার কৃতি সন্তান নুরুজ্জামান লিটন।

জেয়ারত শেষে শনিবার বিকালে মরহুম সেলিম শাহীর ধান্যখোলা গ্রামের বাড়িতে গিয়ে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন- বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাফাউদ্দিন, সাধারণ সম্পাদক সাহেব আলী, গোগা ইউণিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, পুটখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বেনাপোল ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজুর রহমান, শার্শা থানা ছাত্রদলের সাবেক সভাপতি সালাহউদ্দিন, বেনাপোল ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, বেনাপোল গাজিপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান রিন্টু, পুটখালি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউদ্দিন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বেল্লাল হোসেন, বেনাপোল পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আ. মান্নান, জেলা যুবদলের ত্রাণবিষয়ক সম্পাদক জিল্লু জাহিদ, বেনাপোল পৌর ছাত্রদলের আহবায়ক আরিফ হোসেন, যুগ্ম আহবায়ক আসাদ ও জাফর, সেলিম হোসেন আশা, মনিরুজ্জামান মনি,আলম, সোহাগ,  ও হ্রদয়।

তিনি মরহুমের পুত্র সন্তানের লেখাপড়ার খরচ বহন করার জন্য তার পরিবারকে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, বুধবার ভোরে ধান্যখোলা নিজ বাড়িতে ইন্তেকাল করেন সেলিম শাহী।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এলএ)