চুনারুঘাটে ভোটারদের দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৭

বিপুল ভোটারের উপস্থিতিতে শুরু হয়েছে হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার নির্বাচন। চতুর্থ ধাপের এই ভোটে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হচ্ছে। এজন্য সাধারণ ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়েও অনেক ভোটারের মাঝে সংশয় থাকলেও ভোটগ্রহণ শুরুর প্রথম ঘণ্টায় ১১ কেন্দ্রের কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি দলীয় (ধানের শীষ) প্রতীকের প্রার্থী নাজিম উদ্দিন শামসু, আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রতীকের প্রার্থী সাইফুল আলম রুবেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশ (পীর সাহেব চরমোনাই) দলীয় (হাত পাখা) প্রতীকের প্রার্থী মো. বাছির আহম্মদ।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চুনারুঘাট পৌরসভা নির্বাচনে ১১টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে। পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১৪ হাজার ৩৯২ জন। এর মধ্যে পুরুষ ৭১৭৮ জন নারী ৭২১৪ জন। সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চুনারুঘাট নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দীপক কুমার রায় বলেন, ‘প্রথমবারের মতো এখানে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। নিরাপত্তায় সন্তুষ্ট হয়ে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে আসছেন।

ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/আরএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :