লভ্যাংশ পাঠিয়েছে এইচ আর টেক্সটাইল

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৬

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচ আর টেক্সটাইল লিমিটেড সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছে। 

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির ঘোষিত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে জমা করেছে। যাদের অ্যাকাউন্টে বিইএফটিএন নেই তাদের লভ্যাংশ কোম্পানিটির শেয়ার ডিপার্টমেন্টে বিতরণ করা হবে। বিতরণের জন্য কোম্পানিটি আগামী ২০-২৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনিয়োগকারীদের লভ্যাংশ বিতরণ করা হবে।

যারা লভ্যাংশ গ্রহণ করতে না পারে তাদের লভ্যাংশ কুরিয়ারের মাধ্যমে বিনিয়োগকারীর ঠিকানায় পাঠানো হবে। 

 ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/এসআই/কেআর)