নাটোরে টিকাদান কার্যক্রম পরিদর্শনে আইসিটি প্রতিমন্ত্রী

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৯

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

রবিবার বেলা ১১টায় পরিদর্শনকালে কোভিড টিকা গ্রহণ করেছেন প্রতিমন্ত্রী পলকের মা জামিলা আহমেদ (৭৭), সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এম সামিরুল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নয়াদিগন্ত প্রতিনিধি আখতারুজ্জামান প্রমুখ।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলামসহ কর্তব্যরত চিকিৎসক উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী পলক বলেন, প্রথম দফায় সিংড়ায় ১০ হাজার ২৫০ ডোজ করোনা ভ্যাকসিন পৌঁছেছে। এখন পর্যন্ত প্রায় তিন হাজার জন নিবন্ধন করেছেন। এর মধ্যে এক হাজার ৪০০ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহণে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আর এই কার্যক্রমকে গতিশীল করতে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউএনও কার্যালয়সহ প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে বিনামূল্যে নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :