সূর্যমুখী দেখতে কালিয়াকৈরে দর্শনার্থীদের ভিড়

আশিকুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর)
 | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২২

চারদিকে বিস্তৃত ফসলের মাঠ। মাঝখানে সূর্যমুখী ফুলের বাগান। ফুটে আছে হাজার হাজার হলুদ বর্ণের সূর্যমুখী ফুল। সম্প্রতি এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই দৃশ্যটি দেখেতে প্রাণ আকুপাকু করছে প্রকৃতিপ্রেমীদের।

গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার টান কালিয়াকৈর এলাকায় একসঙ্গে হাজার হাজার সূর্যমুখী ফুলের হাসির ঝিলিক দেখতে বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা এসে ভিড় করছেন। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে লোকজন আসছেন ফুল দেখতে। দূরদুরান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা জানান এমন সৌন্দর্য্যে মুগ্ধ তারা।

মনির নামে এক দর্শনার্থী বলেন, ‘এতো সুন্দর দৃশ্য আগে কখনো দেখা হয়নি। তাই মাঝে মাঝে পরিবার নিয়ে এসেছি’।

দর্শনার্থী জুয়েল জানান, ‘ফুল সকলের পছন্দ। কিন্তু গ্রামের ভেতর ফসলের মাঠে এতো মনমুগ্ধকর একটি সূর্যমুখীর বাগান আগে কখনো দেখা হয়নি।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার শাহিন আলম নামে এক যুবকের জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি মন্ত্রণালয় কালিয়াকৈরে উপজেলা কৃষি অফিস থেকে একটি প্রদর্শনী প্লট হিসেবে বারি সূর্যমুখী-৩ এর পরীক্ষামূলক চাষ করে। প্রথমদিকে এটি খুব একটা সাড়া না ফেললেও বর্তমানে ব্যাপক সাড়া ফেলেছে ওই অঞ্চলে। কৃষি অফিসের এমন পরিলল্পনায় ওই অঞ্চলের অনেক কৃষক এখন উদ্যোগ নিচ্ছেন বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষে।

এদিকে, প্রতিদিন সূর্যমুখী ফুল দেখতে আসা দর্শনার্থীদের বিচরণে হুমকিতে পড়েছে বাগানটি। তাই বিপাকে পড়েছেন চাষি। দল বেধে আসা দর্শনার্থীরা ছবি তুলতে ঢুকে পড়ছেন বাগানের ভেতর। দর্শনার্থীদের অবাধ চলাফেরায় নষ্ট হয়ে যাচ্ছে গাছ ও ফুল। কেউ আবার ছিঁড়ে নিচ্ছেন ফুল, আবার কেউ উপড়ে নিচ্ছেন আস্ত গাছ।

কৃষক শাহিন আলম বলেন, ‘প্রতিদিন শতশত মানুষ আসছে ফুল দেখতে। ফুলের সৌন্দর্য্য তো গাছেই। সবাই দেখছেন দেখুক। কিন্তু অনেকেই ফুল ছিঁড়ে নিচ্ছেন, গাছ উপড়ে নিচ্ছেন। এতে আমার বাগানটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ‘আমাদের কৃষি অফিস থেকে আগ্রহী কৃষকদের জমিতে সূর্যমুখী ফুল চাষের জন্য বরাদ্দ দিয়েছি। ধীরে ধীরে এটি বাণিজ্যিকভাবে চাষ হতে পারে। অনেক কৃষক সূর্যমুখী চাষে আগ্রহ প্রকাশ করেছেন। এটি বাণিজ্যিক দিকে ভূমিকা রাখছে। অন্যদিকে, পরিবেশ ও প্রকৃতির সৌন্দর্য্য বৃদ্ধি করছে। ফুল দেখতে প্রতিদিন লোকজন এসে ভিড় জমাচ্ছেন। আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে কৃষকদের জন্য।’

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :