আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে সুশাসন সম্ভব: আইসিটি প্রতিমন্ত্রী

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:২৮

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক বলেছেন, দীর্ঘ ৩৭ বছর সিংড়া তথা চলনবিলের মানুষ উন্নয়ন বঞ্চিত ছিল। অনেকেই সুসময়ের অতিথি পাখির মতো এসেছেন আর জনগণের ভোট নিয়ে প্রতারণা করেছেন। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলনবিলের কৃষকের অধিকার প্রতিষ্ঠিত করেছে। আর আগামীতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে উন্নয়নের পাশাপাশি সুশাসন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ।

রবিবার বিকালে সিংড়ার চলনবিলের তিড়াইল স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি, ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, ইউনিয়র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দেদার হায়াত, আওয়ামী লীগ নেতা জাহেদুল ইসলাম জিন্নাহ প্রমুখ।

(ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/কেএম)