ঠাকুরগাঁও পৌরসভায় প্রথম নারী মেয়র আ.লীগের বন্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৯ | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০২১, ২১:০০

প্রথমবারের মতো নারী মেয়র পেল ঠাকুরগাঁও পৌরবাসী। চতুর্থ দফার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আঞ্জুমান আরা বেগম বন্যা বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।

রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং কর্মকর্তা জিলহাস উদ্দিন আঞ্জুমান আরার বিজয়ের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আঞ্জুমান আরা ২৬ হাজার ৫০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শরিফুল ইসলাম পেয়েছেন পাঁচ হাজার ৩৩৩ ভোট।

ঠাকুরগাঁও পৌরসভার প্রথম এ নারী মেয়র এক সময় সাংবাদিকতাও করেছেন। তিনি ঢাকাটাইমসের ঠাকুরগাঁও প্রতিনিধি ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও পৌরসভার ২১টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়।

নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোলনেরসহ তিনজন মেয়র প্রার্থী এবং ৫৬ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১২টি ওয়ার্ডের ২১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।

মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৭২৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২৯ হাজার ৭১২ জন ও নারী ভোটার ৩১ হাজার ১৫ জন।

ঢাকাটাইমস/১৪ফেব্রুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :