সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩১

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচকের বড় উত্থানে চলছে লেনদেন। লেনদেন শুরুর এক ঘণ্টা ২০ মিনিটে ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ৩শ কোটি টাকা। এই সময়ে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, আলোচ্য সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৪৮৭ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪৬ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১৯ পয়েন্টে।

সোমবার বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেন ছাড়ায় ৩৪২ কোটি ৯৬ লাখ ১০ হাজার টাকা।

বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, উল্লিখিত সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩২০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৭টি কোম্পানির। কমেছে ৩৭টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ১০৬টি কোম্পানির দর।

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। সোমবার সিএসইতে লেনদেনে অংশ নেয়া ১৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৪টির। কমছে ৩৬টির। আর দর অপরিবর্তিত আছে ৩১টি কোম্পানির।

আলোচ্য সময়ে সিএসইতে মোট লেনদেন হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ৮৬ হাজার ১৬৩ টাকা।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসআই/এমআর)