কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট কর্মীর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৫৫

গাজীপুরের কালিয়াকৈরে বিদ্যুৎস্পৃষ্টে এক ইন্টারনেট কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইন্টারনেট কর্মী নেত্রকোনার বারহাট্টা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে আলমগীর (১৮) । তিনি চন্দ্রা এলাকার সুনাম উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং এফপিভি ডিস্ট্রিবিউশন নামে একটি নেট কোম্পানিতে ইন্টারনেট সংযোগের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চন্দ্রা ইসমাইল খান জুট মিলের ঘরের উপরে ইন্টারনেটের তার লাগাচ্ছিলেন আলমগীর। এসময় উপরে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

পরে স্থানীয়দের ফোনকল পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান,লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :