তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ লেনদেন ডিএসইতে

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১৯

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের বড় উত্থানে প্রায় তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূচকের বড় উত্থান হলেও কমেছে লেনদেনের পরিমাণ। উভয় পুঁজিবাজারেই বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে এক হাজার ৮২ কোটি ২৭ লাখ ২৭ হাজার টাকা। যা গত দিনের তুলনায় ২৮১ কোটি টাকা বেশি।

সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫৭ কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ৩৪টি ও অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সর্বশেষ গত রবিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৮০১ কোটি ৬৬ লাখ ছয় হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে বেড়েছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৯ কোটি ৮৯ লাখ ৭৫ হাজার ৭৮৭ টাকা, যা আগের দিনের তুলনায় কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২২৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪৩টি কোম্পানির। দর কমেছে ৪৫টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে পাঁচ হাজার ৫৪৫ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৪৬ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ৮৪ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে নয় হাজার ৭০৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২ হাজার ৪৮১ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৪০ পয়েন্টে। সিএসআই ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৫ পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসআই)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

দুঃস্থ ও অসহায়দের মাঝে জনতা ব্যাংকের ইফতার সামগ্রী বিতরণ

ঈদ উৎসব মাতাতে ‘ঢেউ’য়ের ওয়েস্টার্ন সংগ্রহ

৮ হাজার কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন একনেকে

সিটি ব্যাংকের ২০২৩ সালের মুনাফা ৬৩৮ কোটি টাকা, বেড়েছে ৩৩%

ঈদ অফারে বিনামূল্যে মিনিস্টারের রেফ্রিজারেটর পেলেন আসাদুজ্জামান সুমন

সোনালী ব্যাংকে ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনাসভা

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৭টি নতুন উপশাখার উদ্বোধন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে পল্লী সঞ্চয় ব্যাংকের শ্রদ্ধা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে কর্মসংস্থান ব্যাংকের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের শ্রদ্ধা

এই বিভাগের সব খবর

শিরোনাম :