ব্লক মার্কেটে লেনদেন ৯৫ কোটি টাকা

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি কোম্পানির ৯৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সোমবার ব্লক মার্কেটে ১৬টি কোম্পানি ৬৫ লাখ ৪৪ হাজার ৬৭৯টি শেয়ার হাতবদল করে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ব্লক মার্কেটে ৯৫ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন করেছে বেক্সিমকো লিমিটেড। এদিন কোম্পানিটি ৩২ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড ৩১ কোটি পাঁচ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। তৃতীয় সর্বোচ্চ বেশি লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। এদিন কোম্পানিটি ১৬ কোটি ৬৬ লাখ ৫০ হাজার টাকার লেনদেন করে।

এছাড়াও বারাকা পাওয়ার লিমিটেড সাত লাখ টাকার, বিডি ফাইন্যান্স লিমিটেড ১৮ লাখ  টাকার, বিডি থাই লিমিটেড ৪২ লাখ ৭৪ হাজার টাকার, বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেডে আট কোটি ৬৯ লাখ ৫৬ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড ৩৭ লাখ ১৪ হাজার টাকা, সিভিও পেট্রেলিয়াম লিমিটেডের ১৪ লাখ ১৯ হাজার টাকার, মীর আক্তার হোসাইন লিমিটেড পাঁচ লাখ ২৩ হাজার টাকার, মুন্নু সিরামিকস লিমিটেড পাঁচ লাখ ৮৪ হাজার টাকার, নিউ লাইন লিমিটেড আট লাখ ৫৫ হাজার টাকার, ওয়ান ব্যাংক লিমিটেড আট লাখ ৫৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলস লিমিটেড চার কোটি দুই লাখ ৮১ হাজার টাকার  এবং রেনাটা বাংলাদেশ লিমিটেড ৮৯ লাখ ১৯ হাজার টাকার শেয়ার  লেনদেন করেছে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসআই/জেবি)