জামালপুরে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০০

জামালপুরের বকশীগঞ্জে আক্কাস আলী হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। অপর পাঁচজনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। সোমবার জামালপুর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক জুলফিকার আলী খান এই রায় দেন।

মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী নির্মল কান্তি ভদ্র জানান, বকশীগঞ্জের চরকাউনিয়া সিমারপাড় গ্রামের আক্কাস আলী ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে জুয়া খেলতে যান। পরদিন উত্তরমাঝপাড়া কুটির ঘাট এলাকার একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। এই ঘটনায় নিহতের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে হানিফ মিস্ত্রিসহ নয়জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

জামালপুর সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মামলার ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে আসামি হানিফ মিস্ত্রি, ফরিদ, ফরিদ মিয়া ও আহাদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। অপর পাঁচজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :