অশ্বিনের সেঞ্চুরি, জিততে ইংল্যান্ডের লক্ষ্য ৪৮২

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

চিপকের ঘূর্ণি পিচে ভারতীয় অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন দুর্দান্ত সেঞ্চুরি করলেন। প্রথম ইনিংসে বল হাতে ইংল্যান্ডের পাঁচ উইকেট তুলে নেওয়ার পর দ্বিতীয় ইনিংস সেঞ্চুরি করে নতুন মাইলফলক স্পর্শ করলেন তিনি।

৯৯ রানে দাঁড়িয়ে মঈন আলীকে বাউন্ডারি মেরে সেঞ্চুরিতে পৌঁছান টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার৷ শেষ পর্যন্ত ১০৬ রানে আউট হন অশ্বিন৷ ২৮৬ রানে শেষ হয় ভারতের দ্বিতীয় ইনিংস৷ ইংল্যান্ডের সামনে রেকর্ড ৪৮২ রানের টার্গেট৷

ব্যাট ও বল হাতে দারুণ ফর্মে রয়েছেন অশ্বিন৷ অস্ট্রেলিয়া সফরের মতো ইংল্যান্ড সিরিজেও ব্যাটে-বলে এই অফ-স্পিনারের ফর্ম অব্যাহত৷ সিডনি টেস্টে ৩৯ রানের দারুণ ইনিংস খেলে ভারতকে ম্যাচ বাঁচাতে সাহায্য করেছিলেন অশ্বিন৷

অ্যাডিলেডে অস্ট্রেলিার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন৷ তারপর মেলর্বোনে পাঁচ উইকেট৷ অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দ্বিতীয়বার টেস্ট সিরিজে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অশ্বিন৷

চেন্নাইয়ে গত ১৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩২৯ রান করে ভারত। পরে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে ১৩৪ রানে অলআউট হয়ে যায়। যার ফলে ১৯৫ রানের লিডে থাকে বিরাট কোহলির দল। পরে দ্বিতীয় ইনিংসে ভারত করেছে ২৮৬ রান।

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এসইউএল)