কক্সবাজারে ৮৯ হাজার ৫০০ ইয়াবাসহ গৃহবধূ আটক

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৭ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৯

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের অভিযানে ৮৯ হাজার ৫০০ ইয়াবাসহ এক গৃহবধূ আটক হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার জনৈক শাহাদাত হোসেনের বসতবাড়ি থেকে তার স্ত্রী নুর সেতারাকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়নের দরগাহ ছড়ার জনৈক শাহাদাত হোসেনের বসতবাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন লোক একটি বস্তা টেনে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে শাহাদাত হোসেনের স্ত্রী নুর সেতারাকে বস্তাসহ আটক করা হয়। পরে সবার উপস্থিতিতে বস্তাটি খুলে ৮৯ হাজার ৫০০টি ইয়াবা পাওয়া যায়।

এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ওই গৃহবধূকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :