আগুনে চিতলমারীর তিন দোকান পুড়ে ছাই

চিতলমারী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৫

বাগেরহাটের চিতলমারীর খাসেরহাট বাজারে আগুনে তিনটি দোকান ঘর পুড়ে গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে এ আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

বাগেরহাট ও টুঙ্গিপাড়ার দু’টি ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা স্থানীয়দের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউপি সদস্য পলাশ মণ্ডল জানান, অগ্নীকন্ডে বিকাশ বড়াল, দুই ভাই শেফালী মণ্ডল ও কিশোর মণ্ডলের দোকান ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এসব দোকানের কোনো মালামাল রক্ষা করা যায়নি। এতে ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভুক্তভোগী বিকাশ বড়াল জানান, তার ১০ লক্ষাধিক টাকার মালামালসহ নগদ তিন লাখ টাকা, জমির দলিলপত্র ও ন্যাশনাল আইডি কার্ডসহ যাবতীয় দরকারি কাগজপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলম জানান, আমি খবর শুনেই ঘটনাস্থলে গিয়ে উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়ের সঙ্গে মিলে আগুন নেভানোর কাজে তদারকি করি। শিগগির এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ তহবিল থেকে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হবে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :