ভোলায় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৩০

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৬ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৪৭

ভোলা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৮ ফেব্রুয়ারি। নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আসাদ হোসেন জুম্মানের নির্বাচনী প্রচারণাকালে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংর্ঘষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর আহত প্রায় ১০-১৫ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্বাচনে আসাদ হোসেন জুম্মান উটপাখি এবং শওকত হোসেন ডালিম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আহতদের মধ্যে প্রাথমিকভাবে আসাদ হোসেন জুম্মানের সমর্থক মো. মহসিন(৩০), বজলু হাওলাদার(৫০), উজ্জল(৩৫), দিপু(৪০) ও মনছুর(৩৫) এবং শওকত হোসেনের সমর্থক মো. আবিদ(২৮), মাইনুল(৩০), সোহাগ(২৫), মাসুম(২৪), সাবিদ(১৮), সূচনা(২০) ও মনিরের(৩০) নাম পাওয়া গেছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চর নোয়াবাদ এলাকায় এ সংর্ঘষের ঘটনা ঘটে।

কাউন্সিলর প্রার্থী আসাদ হোসেন জুম্মান জানান, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শওকত হোসেনের নেতৃত্বে আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে। এ সময় আমরা বাধা দিতে গেলে হামলকারীরা আমাদের উপরও হামলা করে। এতে আমার ২০-৩০ জন সমর্থক আহত হয়। এদের মধ্যে অনেকে ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

অপর কাউন্সিলর প্রার্থী মো. শওকত হোসেন বলেন, সকাল থেকে আমার কর্মী-সমর্থকরা বিভিন্ন বাড়ি গিয়ে আমার জন্য ভোট চাইছিলেন। এসময় আমার বিপক্ষ প্রার্থী আসাদ হোসেন জুম্মানের সমর্থকরা আমার সমর্থকদের উস্কানিমূলক কথা বলায় সংর্ঘষের সৃষ্টি হয়। পরে তারা আমার বাড়ি ঘরে হামলা চালায়। এতে আমার ১৫ জন সমর্থক আহত হয়েছেন। তারা সবাই ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা সেখানে অতিরিক্ত পুলিশের টহল রেখেছি।

তিনি জানান, আমাদের কাছে দুই পক্ষের কেউ লিখিত অভিযোগ করেনি।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :