লভ্যাংশ দেবে না এলআর গ্লোবাল ফান্ড

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:১৩

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি বোর্ড ইউনিটহোল্ডারদের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ৩০ সেপ্টেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ট্রাস্টি বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ০.২৬৩৬ টাকা। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদ (এনএভিপিইউ) দাঁড়িয়েছে (বাজার দর অনুযায়ী) ১০.৬০ টাকায়।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এসআই)