ভৈরবে ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩২

কিশোরগঞ্জের ভৈরব পৌরশহরের পাওয়ার হাউজ এলাকায় ছিনতাইকারীর ছুরির আঘাতে ব্যবসায়ী নিতাই চন্দ্র সাহা (৬৫) নিহতের ঘটনায় প্রধান আসামি খোকন মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোকন মিয়ার বাড়ি ওই এলাকায়ই।

ভৈরব র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গ্রেপ্তার আসামিকে ভৈরব থানায় হস্থান্তর করার হয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এর আগে গত সোমবার এই হত্যা মামলার সঙ্গে জড়িত সন্দেহে ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার জীবন মিয়া ও একই এলাকার সজল মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নামে ভৈরব থানায় হত্যা, ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি সকালে ভৈরব পৌর শহরে পাওয়ার হাউজ এলাকায় ভৈরব বাজারের ডাইলপট্টি এলাকার নিতাই চন্দ্র সাহা মেঘনা নদীরপাড় এলাকায় হাটছিলেন। এসময় অজ্ঞাতনামা ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে আহত অবস্থায় পথচারীদের সহয়তায় তাকে হাসপাতালে নেওয়ার পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। পরে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ভৈরব থানায় একটি হত্যা মামলা করা হয়।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :