এমএ গনির স্মরণে সর্ব ইউরোপিয়ান আ.লীগের শোকসভা

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১২ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১১

সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক এম এ গণির মৃত্যুতে এক ভার্চুয়াল শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হযয়েছে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের আায়োজনে এ শোকসভা হয়।

এতে সভাপতিত্ব করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

সভায় সংঘঠনটির সাধারণ সম্পাদক মজিবুর রহমানের পরিচালনায় বক্তারা প্রবাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহান সংগঠক, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান উপদেষ্টা এম এ গনির আত্মার মাগফিরাত কামনা করেন। এবং তার জীবনের রাজনৈতিক ইতিহাস তুলে ধরেন।

বক্তারা বলেন, ‘এম এ গনি ছিলেন আপাদমস্তক একজন মুজিব সৈনিক। তিনি আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন। ইউরোপের বিভিন্ন দেশে যে নেতৃত্ব সৃষ্টি করেছেন, তারা তার নির্দেশিত পথে কাজ করে যাবেন।’

অত্যন্ত সদালাপী, কর্মীবন্ধব জনদরদী এই জননেতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন।

তারা বলেন, ‘আমরা এম এ গনিকে তার জীবদ্দশায় যথাযোগ্য সম্মান দিতে পারিনি।’

এছাড়া্ও বক্তারা মহান মুক্তিযুদ্ধে এবং প্রবাসে মুক্তিযুদ্ধ সংগঠনের ক্ষেত্রে অবদানের জন্য এম এ গনিকে স্বাধীনতা পুরস্কার, চট্টগ্রামে একটা রাস্তার নামকরণ করা এবং পাঠাগার স্থাপনের জন্য তথ্যমন্ত্রীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান।

ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপদেষ্টা অনিল দাশ গুপ্ত, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, বাংলাদেশ আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- এম এ গনির পরিবারের সদস্য আনিস এ খান, বাংলা টিভির সহসভাপতি নিসাদ দস্তগীর, সাবেক যুবলীগ নেতা আমিন হেলালী, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, জার্মান আওয়ামী লীগের সভাপতি বশিরুল আলম চৌধুরী সাবু, সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম জসিম, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু, আয়ারল্যান্ড আওয়ামী লীগের আহ্বায়ক বেল্লাল হোসেন, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, মাল্টা আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান, ইতালি আ’লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল ,যুগ্ম সাধারন সম্পাদক আতিয়ার রসুল কিটন, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন কয়েস, সহসভাপতি আবুল কাসেম, ফিনল্যান্ড আ’লীগের সাধারন সম্পাদক মাইনুল ইসলাম,যুক্তরাজ্য আ’লীগের সাধারন সম্পাদক নইম উদ্দীন রিয়াজ, যুক্তরাজ্য আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, জার্মান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্বাস চৌধুরী, জার্মান আওয়ামী লীগ নেতা মাসুম মিয়া, নেদারল্যান্ডস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ খান, নেদারল্যান্ডস আওয়ামী লীগ নেতা মোস্তফা জামান, ইমারত হোসেন, অস্ট্রিয়া আ’লীগের সাধারন সম্পাদক সাইফুল কবির, সহসভাপতি শ্যামল রহমান, পর্তুগাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত ওসমান, ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, নরওয়ে আওয়ামী সাধারণ সম্পাদক মফিজুর রহমান, গ্রিস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, সহসভাপতি সামাদ মাতবর, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রিজভি আলম, মাল্টা আ’লীগের সাধারণ সম্পাদক কাওসার আমিন হাওলাদার, ইউরোপিয়ান আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক খোকন শরীফ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ইউরোপ চ্যাপ্টারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান ভূঁইয়া, অষ্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নাহিদা সুলতানা, ঢাকা টাইমস ইউরোপ ব্যুরো প্রধান কমরেড খোন্দকার, ইতালি আ’লীগের মহিলা সম্পাদিকা তুহিনা সুলতানা, ফিনল্যাণ্ড আওয়ামী লীগ নেতা হুমায়ন কবীর, মনফালকুনে (ইতালি) আ’লীগ সভাপতি জাহাঙ্গীর সরকার, মিলান (ইতালি ) আ’লীগ নেতা মো: আকরাম হোসেন, ফ্রান্স আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলি হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটির সার্বিক কারিগরি সহযোগিতায় এবং দ্বিতীয় পর্ব পরিচালনা করেন বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ ইউরোপ চ্যাপ্টারের সাধারন সম্পাদক ও সুইডেন আ’লীগ নেতা হেদায়েতুল ইসলাম শেলী।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :