গাজীপুরে পার্লারকর্মী দিয়ে যৌনকাজের অভিযোগে নারী কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

নগর প্রতিবেদক, গাজীপুর
| আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৪ | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৯
অভিযুক্ত কাউন্সিলর

নিজের বিউটি পার্লারের এক নারীকর্মীকে দিয়ে যৌনকাজ করানোর অভিযোগ উঠেছে গাজীপুর সিটি করপোরেশনের এক সংরক্ষিত মহিলা কাউন্সিলরের বিরুদ্ধে। সোমবার রাতে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত মহিলা কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতা কিশোরীকে উদ্ধার করে পুলিশ।

ভুক্তভোগী কিশোরী জানান, মোটা অঙ্কের বেতনের আশ্বাসে তাকে নিজ পার্লারে চাকরি দিয়েছিলেন মহিলা কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে হুমকি ও জবরদস্তি করে দেহব্যবসায় বাধ্য করে। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে বাসন থানায় কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী, নুরুল হক ও আরও দুজনকে আসামি করে মামলা করেন ওই কিশোরী।

অভিযুক্ত রোকসানা আহমেদ রোজী গাজীপুর সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর। অভিযোগ সম্পর্কে জানতে রোজীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে ফোন কেটে দেন।

প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে জানিয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বলেন, কিশোরীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মামলা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বছর দুয়েক আগে ইসলাম ধর্ম গ্রহণ করা নেত্রকোনার ওই কিশোরী গাজীপুরে অভিযুক্ত কাউন্সিলরের ভাড়া বাসায় থাকতেন।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :