মুন্সীগঞ্জে তিন ইটভাটায় জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২১:১০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনা করায় তিনটি ইটভাটাকে সাড়ে আট লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বালুরচর ও বাসাইল ইউনিয়নে নির্বাহী হাকিম আহমেদ সাব্বির সাজ্জাদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসনের সমন্বয়ে এ অভিযানে মেসার্স নসিব ব্রিকসকে চার লাখ টাকা, মেসার্স মায়ের দোয়া ইটভাটাকে তিনি লাখ টাকা এবং মেসার্স সাজিদ ব্রিকসকে এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সাব্বির সাজ্জাদ জানান, তারা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র ছাড়াই ইটভাটা চালাচ্ছিল। এছাড়া কৃষি জমির মাটিও ইটভাটার কাজে ব্যবহার হয়ে আসছিল। তাই তাদের জরিমানা করা হয়েছে। জরিমানা ছাড়াও এ সময় বিপুল পরিমাণ কাঁচা ইট ফায়ার সার্ভিসের সদস্যরা বিনষ্ট করে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :