উভয় পুঁজিবাজারে কমেছে সবগুলো সূচক

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:০৪

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে কমেছে সবগুলো সূচক। লেনদেনের পরিমাণের পাশাপাশি স্টক এক্সচেঞ্জগুলোতে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে আটশ ৬৩ কোটি ৮৬ লাখ ৬৯ হাজার টাকা। যা গত দিনের তুলনায় ১৩২ কোটি টাকা কম।

বুধবার ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৪৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ১৪১টি ও অপরিবর্তিত রয়েছে ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সর্বশেষ গত মঙ্গলবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল নয়শ ৯৫ কোটি ৭৩ লাখ ৬৭ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছিল বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

বুধবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৫ লাখ ৪৫ হাজার ৬৩১ টাকা, যা আগের দিনের তুলনায় ১২ কোটি টাকা কম। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২৪০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৯টি কোম্পানির। দর কমেছে ১০২টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

জানা গেছে, বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৫০৩ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ১২০ পয়েন্টে।

অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯৩৮ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৬১৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৩২৪ পয়েন্টে। সিএসই-৫০ সূচক নয় পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২২৮ পয়েন্টে। সিএসআই চার পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার তিন পয়েন্টে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এসআই/কেআর))