সরস্বতী পূজায় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রার্থীর শাড়ি বিতরণ

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৫:২৯

বাগেরহাটের চিতলমারীতে আসন্ন নির্বাচনে বিভিন্ন পদে মনোনয়ন প্রত্যাশায় এলাকায় ব্যাপক জনসংযোগ ও নানা রকম বিতরণ কর্মসূচি পালন চলছে। এর মধ্যে চিতলমারীর হিজলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি চেয়ারম্যান মনোয়নয়ন প্রার্থী মেহেদী হাসান সবুজ মুন্সীও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

ওই ওয়ার্ডের সাবেক এ ইউপি সদস্য সরস্বতী পূজা উপলক্ষ্যে নারীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন।গত মঙ্গলবার বিকালে ইউনিয়নের কুড়ালতলা গ্রামে প্রায় ৫০০ শাড়ি বিতরণ করেন তিনি।

তার অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- হিজলা ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী, শীতবস্ত্র এবং অভাবী চাষীদের সার বীজ ও কীটনাশক ক্রয়ের জন্য নগদ অর্থ দিয়ে সহায়তা করা।

মেহেদী হাসান সবুজ বলেন, ‘আমার মায়ের সুস্থতা কামনা ও মুরুব্বিসহ সকল শ্রেণির মানুষের দোয়া ও আশির্বাদ কামনার্থে নিজ ওয়ার্ডের মা-কাকি-চাচীদের মাঝে কিছু পরিমাণ শাড়ি বিতরণ করছি। আমি সমগ্র হিজলা ইউনিয়নে এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং অনেকে আমার বাড়িতে এসে সাহায্য নিচ্ছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমার বাবার মত আমিও সুখে-দুঃখে সবার পাশে থেকে আজন্মকাল খেদমত করে যেতে চাই। আমি সবার দোয় প্রার্থী।’

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :