কালিয়াকৈরে প্রতিপক্ষের ‘লাঠির আঘাতে’ একজনের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৬

গাজীপুরের কালিয়াকৈরে জমি দখল নিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে ফজল সর্দার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পা্ওয়া গেছে। বুধবার সকালে ফজল সর্দার উপজেলার রশীদপুর পূর্বপাড়া গ্রামে তার জমিতে বেড়া দিতে গেলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার রশিদপুর পূর্বপাড়া গ্রামের ফজল সর্দার ও তার প্রতিবেশী সোলাইমানের সঙ্গে একখণ্ড বিতর্কিত জমির দখল নিয়ে দীর্ঘদিন যাবত মামলাসহ নানা বিরোধ চলে আসছে। এই বিরোধের জের ধরে বুধবার সকালে ফজল সর্দার তার জমিতে বেড়া দিতে গেলে সোলাইমানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেলাইমান এলোপাতাড়ি লাঠি দিয়ে ফজল সর্দারকে মারধর শুরু করে বলে জানায় স্থানীয়রা। এতে আহত হয়ে ফজল মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে ফজল সর্দারের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :