জামালপুরে পাঁচ জেএমবি সদস্যের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫০

নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধঘোষিত জেএমবির পাঁচ সক্রিয় সদস্যকে ১৫ বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে জামালপুরের স্পেশাল আদালতের বিচারক জহিরুল কবির এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সাইদুর রহমান, আক্কাছ আলী, সাইদুর মিয়া, রুকুনুজ্জামান ও আজিজুল হক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১৫ জুলাই জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের বন্ধ চিতলিয়া গ্রামে জেএমবি সদস্যরা বিস্ফোরক সংগ্রহ করে নাশকতার পরিকল্পনা করছিল। এমন খবরে র‌্যাব-৯ ময়মনসিংহ একটি দল অভিযান চালিয়ে জেএমবির সক্রিয় সদস্য সাইদুর রহমান, আক্কাছ আলী, সাইদুর মিয়া, রুকুনুজ্জামান ও আজিজুল হককে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে পাইপ টুকরো কাঁচের বোতল বিস্ফোরক ও জেহাদি বই উদ্ধার করা হয়।

এই ঘটনায় র‌্যাব-৯ এর ডিএডি জাহাঙ্গীর আলম সদর থানায় একটি মামলা করেন। পরে মামলাটি বিচারের জন্য জামালপুর স্পেশাল আদালতে যায়। আদালতের বিচারক মামলার সাক্ষ্য গ্রহণ শেষে প্রত্যেক আসামিকে ১৫ বছর ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা করে। অনাদায়ে আরও দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন খাজা আলম ও আসামি পক্ষ সমর্থন করেন জাবেদ আলী।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :