ভাঙারি মালের আড়ালে মাদকের চালান

প্রকাশ | ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় অভিযান চালিয়ে ভাঙারি মালামাল বোঝাই একটি পিকআপ থেকে ২৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-২ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন- সজিব সরদার ও রুবেল আলী।

পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন জনান, র‌্যাব-২ এর হাতে আসা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজারের সুলতানগঞ্জ বেড়িবাধ এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি পিকআপে ভাঙারি মালামালের আড়ালে নিয়ে আসা মাদকের চালান জব্দ করা হয়। এসময় ২৭৭ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানান, দীর্ঘ দিন ধরে তারা সীমান্ত থেকে নানান কৌশলে ফেন্সিডিলসহ মাদকের চালান রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিয়ে আসেন। পরে তা মাদক কারবারিদের কাছে পৌঁছে দেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এআর