ময়মনসিংহে বিক্ষোভে বাধা, পুলিশ বেষ্টনিতে বিএনপির সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৪৯

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের অপচেষ্টার প্রতিবাদে ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। পরে পুলিশি বেষ্টনির মধ্যেই নগরীর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে দলীয় কার্যালয়ে আসার পথে পুলিশ বাধা দেয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির পৃথক সমাবেশ বক্তব্য দেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম-আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, কাজী রানা, শাহ শিব্বির আহমদ বুলু, শামীম আজাদ ও এ কে এম মাহবুবুল আলম, যুবদলের জেলা সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক দিদারুল আলম রাজু, মহানগর সভাপতি মোজাম্মেল হক টুটু, সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন শাকিল, স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শহিদুল আমিন খসরু, সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল, মহানগর সভাপতি রিপন তালুকদার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফয়সাল, ছাত্রদলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি তাপস সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ মিয়া, মহিলা দলের জেলা সভাপতি ফরিদা ইয়াসমীন পারভীন, মহানগর সভাপতি খালেদা আতিক, সাধারণ সম্পাদক আতিয়ার ফাইরাজ মলি প্রমুখ।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :