দারুস সালামে ঘর থেকে হাত-পা-মুখ বাঁধা লাশ উদ্ধার

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৭ | আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর দারুস সালামের একটি বাসা থেকে এক ব্যক্তির হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আক্তার হোসেন (৪৭) বলে জানা গেছে।

বুধবার রাতে দারুস সালামের থানার বাগবাড়ি এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে মঙ্গলবার রাত থেকে ভোরের মধ্যে তাকে হত্যা করা হয়েছে।

জানা গেছে, আক্তার আবাসন প্রতিষ্ঠানে চাকরি করতেন। গত বছরে দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হলে তিনি চাকরি হারান। এরপর তিনি বেকার ছিলেন। নিহত আক্তার হোসেন বাগবাড়ি এলাকার একটি বাড়ির নিচতলায় একা ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, বুধবার প্রতিবেশীরা আক্তারের বাসার খোলা দরজা দিয়ে বিছানার ওপর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় তাকে দেখতে পান।

পরে তারা ঘটনাটি দারুস সালাম থানায় জানালে পুলিশ এসে রাত ৮টার দিকে আক্তারের মরদেহ উদ্ধার করে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

দারুস সালাম থানার এসআই সুলতান মাহমুদ জানান,  কারা এবং কেন হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে দারুস সালাম থানায় হত্যা মামলা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আক্তারের হাত-পা ও মুখ বেঁধে হাতুড়ির আঘাতে হত্যা করেছে।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/ইএস