ব্রিজ ভেঙে ট্রাক খালে, রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান বন্ধ

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৬:০৩ | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৫:৩৮

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সিনেমা হল এলাকায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়েছে। এর ফলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাঙ্গামাটি-বান্দরবান প্রধান সড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বেশ কয়েকজন জানান, চন্দ্রঘোনা থেকে পাথরবোঝাই করা একটি ট্রাক বান্দরবান যাচ্ছিল। ১১টার দিকে ট্রাকটি রাজস্থলী উপজেলার সিনেমা হল এলাকায় বেইলি ব্রিজের ওঠার পরই ব্রিজ ভেঙে ট্রাকটি নিচে পড়ে যায়। এতে বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও বান্দরবান জেলার সঙ্গে রাঙ্গামাটির সড়ক যোগাযোগ বন্ধ রয়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের চালক গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দশমাইল শারজা হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত পাথর বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে পড়েছে বলে ধারণা স্থানীয়দের।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, স্থানীয়দের সহায়তায় আহত চালক ও তার সহকারীকে উদ্ধার করা হয়েছে। আহত কারও অবস্থায় শঙ্কাজনক নয়।

ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :