সিরাজগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৭

সিরাজগঞ্জে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১’ উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ৩৭ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারি আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল সাফায়েত জামিল, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাষ্ট্রি প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুল রউফ মুক্তা, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, কেন্দ্রীয় মহিলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরি তালুকদার, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম থেকে দৌড় প্রতিযোগিতায় শুরু হয়ে যমুনার হার্ড পয়েন্টে গিয়ে পাঁচ কিলোমিটার দূরত্বের এ দৌড় শেষ হয়। অনলাইন অ্যাপসে রেজিস্ট্রেশন করা তরুণরা অংশ নেন এই দৌড়ে।

উল্লেখ্য, দেশব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন কার্যক্রম আগামী ৭ মার্চ পর্যন্ত চলমান থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশি-বিদেশি দৌড়বিদদের অংশগ্রহণে এ ম্যারাথনের নাম উঠে গেছে আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের (এইমস) ক্যালেন্ডারে। দেশব্যাপী চলমান সেনাবাহিনীর এই কার্যক্রম জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে সম্পন্ন হবে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :