‘৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হবে’

প্রকাশ | ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৫

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, যোগাযোগব্যবস্থা ও স্বাস্থ্য শিক্ষাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হওয়ায় দেশ এখন মধ্য আয়ের দেশ হিসেবে পরিণত হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত থাকলে ৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে পরিণত হবে। তিনি বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলা পরিষদের মির্জা আজম অডিটরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল, সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জামালপুর সদর আসনের এমপি ইঞ্জি: মোজাফফর হোসেন, এলজিআরডি মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাকীম বিল্লাহ ফারুকী ও এলজিইডির প্রধান প্রকৌশলী, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ পৌর মেয়র মির্জা সাখওয়াতুল আলম মনি, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ)